Logo
Logo
×

সারাদেশ

হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৭:৫৩ পিএম

হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দায়েরকৃত হত্যা মামলায় হবিগঞ্জ থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৯ সদস্যরা। রোববার হবিগঞ্জ জেলার সদর থানার লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকার কিমত আলীর ছেলে বদরুল মিয়া (৩০) ও তার স্ত্রী মাফিয়া বেগম (২৮)।

র‌্যাব জানায়, গত ১ এপ্রিল ধরমণ্ডল এলাকায় ভিকটিম রোকিয়া বেগমের বসতঘরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় রোকিয়া বেগমের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ৫ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোকিয়া বেগমের ছেলে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ মামলায় র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে বদরুল মিয়া ও তার স্ত্রী মাফিয়া বেগমকে গ্রেফতার করে।

সিলেট ব্রাহ্মণবাড়িয়া র‌্যাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম