Logo
Logo
×

সারাদেশ

বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে ২ পুলিশ কর্মকর্তা জখম

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:৪৬ পিএম

বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে ২ পুলিশ কর্মকর্তা জখম

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়ায় মোটরপাম্প চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে ২ পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন।

রোববার বিকালে উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজবাড়ী পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান। 

আহতরা হলেন- রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন ও এএসআই আবুল হাসেম। এ সময় হামলায় আরও কয়েকজন আহত হন।

নিহত শাহিন শেখ ওরফে রুপল শেখ সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ির পানির মোটরপাম্প চুরি হয়। এতে শাহিন ওরফে রুপল শেখকে নিয়ে সন্দেহ করে। গত শুক্রবার সন্ধ্যার দিকে সালিশের কথা বলে শাহিন শেখ ওরফে রুপলকে তার বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখে। এ সময় জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের হুকুমে এজাহারভুক্ত আসামিরা শাহিন ওরফে রুপলকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। 

শাহিনের মামা কালাম মোল্লা বলেন, এলোপাতাড়ি মারধরে শাহিন ওরফে রুপলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থান ফাটা ও কাটা রক্তাক্ত জখম হয়। অতিরিক্ত মারপিটের কারণে শাহিন ওরফে রুপলের নিথর দেহ মাটিতে পড়ে গেলে সবাই তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শাহিন ওরফে রুপল মারা যান।

খবর পেয়ে সদর থানা পুলিশ শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত চারজনকে গ্রেফতার করেছে। 

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান যুগান্তরকে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজবাড়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম