Logo
Logo
×

সারাদেশ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ৩ ভাই-বোন

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০২ পিএম

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ৩ ভাই-বোন

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।  এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলেন, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬)  ও আয়েশা খাতুন (৩)। আহতদের মধ্যে খাদিজার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল খাদিজা।  এ সময় বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায় শিশুটি। পরে সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনকে দেখায় খাদিজা।  এরপর তিন ভাই-বোন ককটেলটি নিয়ে খেলছিল। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। এতে ওই তিন ভাই-বোন আহত হয়। স্থানীয়রা  ও শিশুদের স্বজনরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব ও আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ‘কুড়িয়ে পাওয়া ককটেলে তিনজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।’

যশোর ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম