Logo
Logo
×

সারাদেশ

প্রশিক্ষণে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

Icon

দিনাজপুর ও বীরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

প্রশিক্ষণে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

বীরগঞ্জে ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস। ছবি : যুগান্তর

সবাই চাকরি করেন হিসাবরক্ষণ কার্যালয়। প্রশিক্ষণের জন্য মাইক্রোবাসযোগে ঠাকুরগাঁও থেকে রংপুরে যাচ্ছিলেন তারা। পথে ঘটল বিপত্তি। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামীর ট্রাক চাপা দেয় মাইক্রোবাসটিকে। এতে দুমড়ে মুচড়ে যায় যানটি। মাইক্রোবাস চালকসহ প্রাণ হারান চারজন। আহত হন মাইক্রোবাসের আরও তিন যাত্রী।

সোমবার সকাল সাড়ে ৬টারদিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সুপার দেলোয়ার হোসেন (৫০), অডিটর জুলফিকার আলী ভুট্টো (৪৬), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর ইমরুল হোসেন (৪৫) ও মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩২)।

আহতরা হচ্ছেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিহাট এলাকার আজগর আলী ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, আইবাস প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য মাইক্রোবাসযোগে ঠাকুরগাঁও থেকে রংপুরে যাচ্ছিলেন ঠাকুরগাঁও হিসারক্ষণ কার্যালয়ের সাত কর্মকর্তা। যানটি বীরগঞ্জের পঁচিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার হোসেন ও মাইক্রোবাস চালক মানিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে সেখানে মারা যান অডিটর জুলফিকার আলী ভুট্টো ও অডিটর ইমরুল হোসেন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, ‘আহতদের মধ্যে তিনজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।’

দিনাজপুরের দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

 

 

বীরগঞ্জ সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম