টেকনাফে কোস্টগার্ড ও মাদক পাচারকারীদের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৪:০৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় মাদক পাচারকারী ও কোস্টগার্ডের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে হওয়া এ গোলাগোগুলিতে গুলিবিদ্ধ হয়েছে এক পাচারকারী। এ ঘটনায় গুলিবিদ্ধ পাচারকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবা।
আটককৃতরা হলেন, মো. ইলিয়াস (৩০),
নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০)। তারা সকলেই কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের
বাসিন্দা
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপিতে এসব তথ্য জানায় কোস্টগার্ড।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত ওই
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে রোববার রাত আড়াইটার দিকে কোস্টগার্ড তুলাতলী ঘাট সংলগ্ন
এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে থামার
সংকেত দেওয়া হয়। ওই সময় নৌকাটিতে থাকা পাচারকারীরা গতি বাড়িয়ে কোস্টগার্ডের দিকে গুলি ছুঁড়ে পালানোর
চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় আব্দুল শক্কুর
(৪০) নামের একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়।
কোস্টগার্ডের আভিযানিক দল ঘণ্টাব্যাপী নৌকাটিকে ধাওয়া করে আটক করতে
সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা ও ৩০
হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌকাটি ধাওয়া করার সময় চার পাচারকারী সাগরে
লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুলিবিদ্ধ পাচারকারীর চিকিৎসার জন্য কক্সবাজার সদর
হাসপাতালে পাঠানো হয়।
জব্দকৃত মাদকসহ আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের
কার্যক্রম প্রক্রিয়াধীন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
