Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে প্রতিবন্ধী তরুণীর হাত-পা বাধা লাশ উদ্ধার, বাড়ির মালিক আটক

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৪:০৮ পিএম

টঙ্গীতে প্রতিবন্ধী তরুণীর হাত-পা বাধা লাশ উদ্ধার, বাড়ির মালিক আটক

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে নিজ কক্ষ থেকে এক প্রতিবন্ধী তরুণীর হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক গোলাম মোস্তফাকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

মৃত নারীর নাম রাবেয়া সাবরিন লিখন আক্তার (২৮)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর পটখালী গ্রামের সেলিম হালাদারের মেয়ে। গাজীবাড়ী পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ভাড়া বাড়িতে বাস করে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে চাকরি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, লিখন একজন বাকপ্রতিবন্ধী। প্রায় এক বছর আগে গোলাম মোস্তফার বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন তিনি। ওই কক্ষে লিখনের সঙ্গে তার মা রাজিয়া বেগমও থাকতেন।

সোমবার সকালে লিখন বাসায় একাই ছিলেন। সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী ভাড়াটিয়া লিখনের কক্ষের দরজা বাহির থেকে আটকানো দেখতে পান।  কক্ষের দরজা খুলে বিছানার উপর ওড়না ও গামছা দিয়ে লিখনের হাত-পা ও মুখ বাধা নিথর দেহ দেখতে পান তিনি। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।

শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ম্যানেজার মহসিন আলী বলেন, ‘লিখন মৈত্রী শিল্পে একজন কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। তার মৃত্যুর খবর পেয়ে এখানে এসেছি।’

টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে।’

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘তার হাত-পা ও মুখ বাধা ছিল। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।’

টঙ্গী লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম