স্কুলে যাওয়ার পথে বাসচাপায় বাবা-মেয়ের পা বিচ্ছিন্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৪:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় বাবা ও মেয়ের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
দুর্ঘটনার শিকার ব্যক্তিরা হলেন— বানিয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শান্ত ইসলাম (৪৫) ও তার মেয়ে উম্মে তুরাইয়া (৫)। এ ঘটনায় শান্তর স্ত্রীও আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। শান্ত ইসলাম কিছুদিন আগে মালয়েমিয়া থেকে ছুটিতে দেশে এসেছেন। মেয়ে গ্রীন হেভেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সকালে শান্ত ইসলাম মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। তারা বাঘা-ঈশর্দী মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়ায় পৌঁছলে ঢাকাগামী সুপার সনি নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাবা-মেয়ে বাসের নিচে চাপা পড়ে। এতে বাবা ও মেয়ের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় শান্তর স্ত্রীও আহত হয়েছেন।
বাবা-মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে বাসটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেছে।
স্থানীয় হেলান উদ্দিন বলেন, বাবা ও মেয়ের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। তাদের জন্য ‘এ’ পজেটিভ রক্তের প্রয়োজন।
বাঘা থানা পুলিশের ওসি আফম আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।
