বাহুবলে দুই বাসের সংঘর্ষে দুই চালক নিহত
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৬:৫২ পিএম
ছবি- যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের বাহুবলে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহণের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী শামীম পরিবহণের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত হয়েছেন।
এর আগে চলিতাতলা ও শেওরাতুলী এলাকায় সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
বাহুবল ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাইমুল হাসান বলেন, দুই বাসের দুইজন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেননি তিনি।
