কুরবানির জন্য প্রস্তুত ২২ মণের সোহাগ বাবু
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:০৬ পিএম
মালিকের সঙ্গে সোহাগ বাবু, ছবি- যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোহাগ বাবু নামে একটি ষাঁড়। ২২ মণ ওজনের গরুটি দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় ও বিভিন্ন উপজেলার ক্রেতারা।
উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের কৃষক আবু সাঈদ সাধু সরদার এ ষাঁড়ের মালিক।
তিনি বলেন, ২ বছর আগে তার গোয়ালে শংকর জাতের একটি শাহীয়াল গাভি সাদাকালো ডোরাকাটা এড়ে বাছুর জন্ম দেয়। বাছুরটির আকার আকৃতি ও ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ও হৃষ্টপুষ্ট হওয়ায় আদর করে তার নাম রাখা হয় সোহাগ বাবু। সেই থেকে তিনি সোহাগ বাবুকে পুত্রস্নেহে পরম যত্নে আদর সোহাগ দিয়ে লালন পালন করছেন।
সোহাগ বাবুকে নিজ হাতে খাওয়ানো থেকে শুরু করে সবকিছুই করেন সাধু সরদার। সোহাগ বাবুকে পালন করাই এখন তার একমাত্র কাজ। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে সোহাগ বাবুর পরিচর্চা। এমনকি রাতও কাটান পছন্দের গরুটির সঙ্গেই।
সাধু সরদারের ছেলে রবিউল ইসলাম জানান, কাজের ফাঁকে ফাঁকে গরুটি লালন পালনে প্রায় সময়ই তিনি তার বাবাকে সহযোগিতা করেন। এছাড়া তার মা ও দুই ভাবি নানাভাবে তার বাবাকে সাহায্য সহযোগিতা করে থাকেন।
সোহাগ বাবুকে এক নজর দেখতে আসা আব্দুল্লাহ, তরিকুল ইসলাম ও জিল্লুর রহমান বলেন, লোকমুখে গরুটির কথা শুনে এক নজর দেখতে এসেছি। এত বড় ষাঁড় দেখে তারা উল্লাস প্রকাশ করেছেন।
লোকমান হোসেন নামে এক ক্রেতা বলেন, ষাঁড় গরুটি দেখে আমার পছন্দ হয়েছে। সাধ্য অনুযায়ী দামও বলেছি; কিন্তু গরুর মালিক এ দামে বিক্রি করতে রাজি হননি। তাই মন খারাপ নিয়ে চলে যেতে বাধ্য হচ্ছি।
তিনি বলেন, আমার আগে আরও কয়েকজন দাম বলেছেন। কিন্তু গরুর মালিক আরও বেশি দাম আশা করছেন। তবে তিনি কত দাম হেঁকেছেন তা বলতে রাজি হননি।
