Logo
Logo
×

সারাদেশ

শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:০৩ পিএম

শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ১ম শ্রেণির ছাত্রী ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ অভিযুক্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করেছে।

সোমবার (১৯ মে) দুপুরে সিংগাইর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম লক্ষ্মীপুর হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ (স.) বালিকা মাদ্রাসা ও এতিমখানার মালিক।

জানা গেছে, ১৩ মে মঙ্গলবার মাদ্রাসার ওই ছাত্রীকে দোতলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে ধর্ষণ করে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

১৮ মে রোববার দিবাগত রাতে এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা করার পর ওই রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে কোর্টে পাঠানো হয়েছে। ভিকটিম শিশুকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

মাদ্রাসা অধ্যক্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম