Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের ওপর বালুখেকোদের গুলি-ককটেল

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:৫৫ পিএম

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের ওপর বালুখেকোদের গুলি-ককটেল

নরসিংদীর মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর বালুখেকোদের গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও সদস্যরা।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব, সারোয়ার আলম সহ পুলিশ ও আনসার সদস্যরা।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল বলেন, গোপন সূত্রে আমরা খবর পাই দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে কয়েকটি ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দুপুরে আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটসহ চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করতে যাই। অভিযানকালে দূর থেকে আমাদের দেখে তারা ড্রেজারসহ পালাতে থাকে। এ সময় তাদের ধাওয়া দিলে দুইটি ড্রেজার থেকে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীরা নদীর তীর, ক্ষেত ও পাশের ঝোপ জঙ্গলে অবস্থান নেয়। অবস্থা অনিয়ন্ত্রিত হওয়ায় কারণে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিযান বন্ধ করা হয়। এই অবৈধ বালুখেকোদের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রসহ সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়ে থাকে। তাই ভবিষ্যতে এইসব বালু সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত বালুখেকোদের ধাওয়া দিলে তারা ঝোপ-জঙ্গলে অবস্থান নিয়ে গুলিবর্ষণ করে। এতে নিরাপত্তার কথা বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত অভিযান বন্ধ করে চলে আসে। অভিযানে প্রশাসনের ওপর যারা গুলি চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ভবিষ্যতে আমরা সেনাবাহিনী, পুলিশ ও আনসারদের সমন্বয়ে ব্যাপক অভিযান পরিচালনা করব। আমাদের অভিযান বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে।

এর আগে চলতি বছরের ১৬ জানুয়ারি একই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটে।

নরসিংদী বালুখেকো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম