প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীর একটি পুকুর থেকে শফিকুল ইসলাম নামে ছয় বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কৃষ্ণডেভী চর গ্রামের ইব্রাহিম
খলিলের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে গোপালপুর কাজীবাড়ি এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে স্থানীয়রা গোপালপুর কাজিবাড়ি এলাকার একটি
পুকুরে ওই শিশুর লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল
থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য
দিতে পারেনি পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
