শাহজাদপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ০৬:০১ পিএম
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ, ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কৃষক নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধুনাইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধুনাইল গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ববিরোধ, গত রোজার ঈদে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধুনাইল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল।
এরই জেরে সোমবার সকালে বাগধুনাইলের কয়েকজন কৃষক কুলিয়ারচর গ্রামে ধান কাটতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আবারও দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ফালার আঘাতে কৃষক নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত আরও ১০জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কুলিয়ারচর গ্রামে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।
বাগধুনাইল গ্রামের নেতৃত্বদানকারী তাইজুল ইসলাম বলেন, সোমবার সকালে বাগধুনাইল গ্রামের কয়েকজন কৃষক কুলিয়ারচর গ্রামের মাঠে ধান কাটতে যায়। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে কৃষক নজরুল কুলিয়ারচর গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় কুলিয়ারচর গ্রামবাসী তার বুকে ফালাবিদ্ধ করে ও মাথায় আঘাত করে। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি দাবি করেন, এ হত্যার পর কুলিয়ারচর গ্রামবাসী ও তাদের আশপাশের গ্রামের আত্নীয়-স্বজন তাদের বাড়িঘরের মালামাল ও গরু-ছাগল সরিয়ে নিচ্ছে।
এ বিষয়ে কুলিয়ারচর গ্রামবাসীর বক্তব্য জানতে চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে মালামাল সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত কয়েকজন পুরুষ ও মহিলা বলেন, লুটপাট এড়াতে আমাদের আত্নীয় স্বজনের জিনিসপত্র সরিয়ে নিচ্ছি।
শাহজাদপুর থানার ওসি আসলাম উদ্দিন বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
