Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৭:২৮ পিএম

মানিকগঞ্জে কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি

মানিকগঞ্জ সদর উপজেলার একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।

কবরস্থান পরিচালনা কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে করবস্থানে নির্মাণাধীন পানির ট্যাংকে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেখতে পান কবরস্থানের প্রধান গেট খোলা। এরপর তারা ভেতরে গিয়ে দেখেন বেশ কিছু কবর খোঁড়া অবস্থায় রয়েছে। পরে তারা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানালে কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন খোঁড়া কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই।

এদিকে, কবরস্থানের কঙ্কাল চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘পাঁচ থেকে ৭ মাসের মধ্যে যেসব মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল সেসব কঙ্কাল চুরি হয়েছে। চুরি যাওয়ার কঙ্কালগুলোর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী ছিল।’

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম