Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:৫৫ পিএম

ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

ফাইল ছবি

টর্চের আলো চোখে পড়াকে কেন্দ্র করে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। ফরিদপুরের একটি হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। 

এর আগে গত ১৪ মে দিবাগত রাতে আক্তার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। 

নিহত আক্তার হোসেন ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

নিহতের ছেলে শুভ জানান, রাতে টর্চলাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। তাকে রক্ষায় এগিয়ে এলে পরিবারের আরও ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। গত বুধবার রাতে এ ঘটনায় মারাত্মক আহত বাবা ফরিদপুরের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। 

মঙ্গলবার ভোরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদ উজ জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

ফরিদপুর কুপিয়ে জখম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম