ছিনতাইকারী ভেবে প্রকাশ্যে গুলি করা হয় শাহীনকে, আত্মগোপনে খুনি
যুগান্তর প্রতিবেদন, সাভার
প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার সাভারে প্রকাশ্যে গুলি করে শাহীন (৩০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ব্যাংক কলোনী এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন কুমিল্লার দেবীদ্বার থানার খাদগড় গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি সাভারের রেডিও কলোনী এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাংক কলোনি মহল্লার বরুনের মালিকানাধীন একটি গাড়ির গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শাহীন তার পরিচিত কাউকে নিয়ে সাবেক সংসদ সদস্যের বাড়ির পাশে একটি দোকানের সামনে আসে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এক মধ্যবয়সী ব্যক্তি শাহীনকে লক্ষ্য করে অন্তত দুই রাউন্ড গুলি ছুঁড়ে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে শাহীন ঘটনাস্থলে কিছুক্ষণ ছটফট করতে থাকে, এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর মধ্যে ঘাতক ঘটনাস্থল থেকে অতিদ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সাভার থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহীনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত বা সন্দেহভাজন কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান যুগান্তরকে বলেন, মদ্যপান অবস্থায় মাহাদী (ছদ্দনাম) ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। পথে নেশার ঘোরে মাহাদী রং মিস্ত্রি শাহীনকে ছিনতাইকারী ভেবে তার কাছে থাকা লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি করে। পুলিশের প্রাথমিক তদন্তে তিনি (মাহাদী) একজন সুনামধন্য অভিনেতার ঘনিষ্ঠজন।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির যুগান্তরকে জানান, হত্যাকাণ্ডের পর ঘাতক মাহাদী (ছদ্দনাম) আত্মসমর্পণের জন্য থানায় একটি মাধ্যমে বার্তা পাঠায়। এরপর সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। মাহাদীকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করি, অতিদ্রুত তাকে গ্রেফতার করতে সক্ষম হবে।
