দেয়াল লিখনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মধুপুরে কৃষ্ণ সিংহ (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দেয়াল লিখনের ঘটনায় সোমবার রাত ১১টায় অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পৌর শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- এমন স্লোগান লেখায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কৃষ্ণ সিংহকে (২৭) আটক করা হয়।
কৃষ্ণ সিংহ মধুপুর পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি পৌরসভার ঘোষপল্লি এলাকায় রনজিত সিংহের ছেলে।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষ্ণ সিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
