Logo
Logo
×

সারাদেশ

প্যারাসেইলিং থেকে ছিটকে সৈকতে পড়লেন দম্পতি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৪৩ পিএম

প্যারাসেইলিং থেকে ছিটকে সৈকতে পড়লেন দম্পতি

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের বহুল আকর্ষণীয় প্যারাসেইলিং ভয়ংকর রূপ নিল। মঙ্গলবার দুপুরে শহরের দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিংয়ের সময় হঠাৎ ছিটকে পড়ে আহত হয়েছেন এক দম্পতি।

এ ঘটনায় তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে সৈকতজুড়ে। সাময়িক নিষিদ্ধ করা হয়েছে এই ঝুঁকিপূর্ণ বিনোদন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং কেন্দ্র নিয়ম ভেঙে একসঙ্গে দুইজন পর্যটককে নিয়ে ওড়ানো হয়। মাঝপথেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে আহত হন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিটকে পড়ে যাওয়া দম্পতির দুই পা ও কোমরে গুরুতর আঘাত লাগে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরপরই প্যারাসেইলিং পরিচালনাকারীরা আহতদের সেখান থেকে সরিয়ে নেন। বর্তমানে তারা কোথায় আছেন, তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

নাফি আরও বলেন, আমরা প্যারাসেইলিংয়ের সব সরঞ্জাম জব্দ করেছি। তবে মালিক ও কর্মীরা পালিয়ে গেছেন। এ ঘটনার পরপরই কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আহতদের খোঁজে কক্সবাজারের সব হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে।

ঘটনার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই প্যারাসেইলিং কার্যক্রমে নিরাপত্তা শৈথিল্যের অভিযোগ করে আসছেন সচেতন পর্যটক ও পরিবেশকর্মীরা।

কক্সবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম