যমুনায় ঝড়ের কবলে মাঝি নিখোঁজ, অল্পে রক্ষা অর্ধশত যাত্রী
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকা। নদীর পাড় ভেঙে নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত যাত্রী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি খাঁপাড়া গ্রামের যমুনা নদীতে।
জানা যায়, দেওয়ানগঞ্জের ফুটানি বাজার ঘাট থেকে গাইবান্ধার বালাসী নৌ-ঘাটের উদ্দেশ্যে নৌকাটি বিকালে ছেড়ে যায়। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড ঝড়োবাতাস ও বজ্রপাত শুরু হয়। প্রচণ্ড বাতাসে নদী থেকে নৌকাটি নদীর ধারে এসে আটকে যায়। নৌকাটি ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় নৌকার মাঝির উপর নদীর পাড় ভেঙে পড়ে। ঘটনাস্থলে নিখোঁজ হন নৌকার মাঝি। জীবন বাঁচাতে নৌকার যাত্রীরা ডাকচিৎকার শুরু করলে নদীর ধারের স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।
নিখোঁজ মাঝি সুনীল (২২) দেওয়ানগঞ্জের হালকারচর ফুটানি বাজারের সুরিন্দা মোহন দাসের ছেলে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, নিখোঁজ মাঝির খোঁজখবরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
