Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের কর্মশালা

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:০৪ পিএম

শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের কর্মশালা

প্রধান শিক্ষকদের কর্মশালা, ছবি: যুগান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দিনব্যাপী রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা প্রধানসহ দুই শতাধিক শিক্ষক এ কর্মশালায় অংশ নেন। 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছভীর হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ সিদ্দিকী, প্রধান শিক্ষক রিনা আক্তার মহাদেব বিশ্বাস, আব্দুল গাফ্ফার, গোলাম সাদেক প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা নানা প্রতিকূলতায় শিক্ষা গ্রহণ থেকে বিমুখ হচ্ছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তাদের মানবিক বিকাশ হচ্ছে না। বিদ্যালয়গামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার প্রাণকেন্দ্র বানাতে হবে। তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে হবে। 

এছাড়া শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে নানা কৌশল অবলম্বন করতে হবে। তবেই শিক্ষার যথার্থ মানোন্নয়ন হবে। 

রূপগঞ্জ শিক্ষা মানোন্নয়ন কর্মশালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম