Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৪:৫৩ এএম

কুমিল্লায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

ছবি: সংগৃহীত

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে অবিলম্বে ঘোষিত ওই দুটি ইউনিটের কমিটি বাতিলের দাবিতে নগরীতে প্রতিবাদী মশাল মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আজমির হোসেন শরীফ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী তোফায়েল আহমেদসহ দলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৮ সালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি করা হয়েছিল। গত ১৫ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের যথাক্রমে ৬ ও ১৩ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন।

কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদল এবং নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের আংশিক ওই দুটি কমিটি অনুমোদন দেয়া হয়। ওই রাতে এ খবর জানাজানি হওয়ার পর ছাত্রদলের পদবঞ্চিতরা নগরীতে বিক্ষোভ করে। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় ছাত্রদলের পদবঞ্চিতরা ফের বিক্ষোভ মিছিল বের করে। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে দলীয় অফিসে আগুন দেয়ার ঘটনায় গত রবিবার (১৮ মে) গভীর রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. মহসিন (৩২), মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী সালাহ উদ্দিন রকি (৩০)। অপর আসামিরা হলেন- মো. সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) ও মারুফ আহমেদ (২৪)। তারা সকলেই কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে। 

মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়নি। দলে কোন অবদান ও পরিচিতি নেই এমন কর্মীদেরকে শীর্ষ পদ দেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবগত করা হয়েছে বলেও তিনি জানান। 

কুমিল্লা বিএনপি ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম