ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ০৩:৩৬ পিএম

প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার হাজির বাজার ও হাবিরবাড়ি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বর্তা গ্রামের জবান আলীর ছেলে সবুজ মিয়া (৪০) ও
মংমনসিংহের মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজি গ্রামের শামছুল হকের ছেলে মোস্তফা কামাল
(৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ
মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে চাকা মেরামত করছিল। এ সময় ময়মনসিংগামী একটি পিকআপ
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই
প্রাণ হারান মোস্তফা কামাল।
অন্যদিকে একই সড়কে উপজেলার সিডস্টোর ওরিয়ন কোম্পানির সামনে পথচারী সবুজ
মিয়াকে একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সবুজকে ভালুকা
সরকারি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভালুকার ডরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘পিকআপটি রাজধানীর
আব্দুল্লাহপুরে মাছ নামিয়ে ফিরছিল। ফেরার পথে চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে
মাছ বিক্রেতার লাইনম্যান মোস্তাফা প্রাণ হারান। অপর দুর্ঘটনাটি ঘটেছে মহাসড়কের ওরিয়ন
কোম্পানির সামনে। তিনটি যানই জব্দ করা হয়েছে।’