Logo
Logo
×

সারাদেশ

সাবেক সিইসির ভাগ্নে শাহজাদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:৫০ পিএম

সাবেক সিইসির ভাগ্নে শাহজাদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ভাগ্নে ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক এমপি এসএম শাহজাদার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

শনিবার পটুয়াখালী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুন-অর-রশীদ এ আদেশ দিলেও মঙ্গলবার বিষয়টি প্রকাশ পায়।

এসএম শাহজাদা আওয়ামী লীগ থেকে নির্বাচিত দুইবারের সংসদ সদস্য ছিলেন। 

জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সানকিপুর গ্রামে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন বিকালে কাউন্সিল অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লাঠিসোটা, লোহার রড এবং ককটেল বোমা নিয়ে উপস্থিত হন। পরে ৪-৫টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে আহত করা হয়।

এসব দাবি করে চলতি বছরের ১৩ মার্চ বিএনপির পক্ষ থেকে সাবেক এমপি শাহজাদাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে দশমিনা থানায় মামলা করা হয়। ওই মামলার সূত্র ধরে ১৪ মে দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত হয়ে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত এসএম শাহজাদাসহ ৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেন।

এসএম শাহজাদা সাবেক সিইসি কেএম নুরুল হুদার ভাগ্নে। ২০১৮ ও ২০২৪ সালে তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন।

পটুয়াখালী সিইসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম