চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:৫৫ পিএম

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার সকাল ৮টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশরাফুল ইসলাম রাজু ও মেহেরাব খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্বে পালন করছেন। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ পৌরসভার দাশরা গ্রামের আনিছুর রহমান সাব্বির নামের এক ব্যক্তি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, মামলার বাদী আনিছুর রহমান সাব্বিরের কাছে ‘মানিকগঞ্জ নিউজ’ ফেসবুক পেইজের অজ্ঞাতনামা মালিক/অ্যাডমিন দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় প্রাণনাশের হুমকি ও বাদীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বিষয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ফেসবুক পাবলিক গ্রুপে পোস্ট ও শেয়ার করে সম্মানহানি করে।
একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন দিয়ে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় সদর থানা পুলিশ ও মানিকগঞ্জ ডিবি যৌথ তদন্তে উল্লেখিত আশরাফুল ইসলাম রাজু ও মেহেরাব খানের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ বিষয়ে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এবং তাদের কাছে থাকা মোবাইল ডিভাইস থেকে ‘মানিকগঞ্জ নিউজ’ AMRAI MANIKGANJ, আমাদের প্রাণের মানিকগঞ্জ, পেইজ/গ্রুপের মডারেটর হিসেবে পেইজ পরিচালনাসহ তথ্য আদান-প্রদানের তথ্যাদির সত্যতা পাওয়া যায়। একইসঙ্গে বাদীসহ অনেকের কাছে চাঁদা দাবির বিষয়ের সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে বাদী আনিছুর রহমান সাব্বিরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ জানান, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং অভ্যুথানের পর তারা সততা ও ন্যায়ের পক্ষে সাহসী স্লোগান এবং ভূমিকা রেখেছেন। আমার সহকর্মীদের অজানা স্থানে আটকে রেখে বিভিন্নভাবে জেরা করা হচ্ছে, এটি আমাদের বোধগম্য মনে হচ্ছে না। মনে রাখতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন। আটকদের দ্রুত মুক্তি না দিলে, আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, আসামিদের চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।