Logo
Logo
×

সারাদেশ

আইনশৃঙ্খলা মিটিং শেষে ৬ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৭:০০ পিএম

আইনশৃঙ্খলা মিটিং শেষে ৬ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপরে ফুলছড়ি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা আহবান করা হয়। দীর্ঘ সময় মিটিং শেষে উড়িয়া ইউপি চেয়ারম্যান কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খুসু, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হান্নান মণ্ডল, এ্যাড়েন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মান্নান আকন্দ, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালুসহ অন্যরা আইনশৃঙ্খলা কমিটির সভাস্থল থেকে বের হলে পরিষদের দোতলা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজার রহমান বলেন, গ্রেফতারকৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে।

গাইবান্ধা চেয়ারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম