বিরোধের জের
জমির মালিককে হত্যা মামলায় গ্রেফতার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ০৭:৩৪ পিএম

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে জমির মালিক সজিব হোসেন তুহিনকে ষড়যন্ত্র করে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সজিবের পরিবার।
হত্যা মামলায় গ্রেফতার তুহিনের বড় বোন ফারহানা আক্তার সম্পা, তার মা সাজেদা পারভিন ও তার স্ত্রী ফারজানা আক্তার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষে ফারহানা আক্তার সম্পা বক্তব্য রাখেন। ফারজানা জানান, গত ২০১৪ সালের ১৫ এপ্রিল তার বাবা মারা যাওয়ার পর স্থানীয় প্রভাবশালী ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র দাস পৈত্রিক সম্পত্তি ওয়ারিশানগণের নিজ নিজ নামে নামজারী করার কথা বলে প্রতারণামূলকভাবে কৌশলে সব কাগজপত্র হাতিয়ে নেয়। এরপর গত ২০১৬ সালে দলিল লেখক ও সাব-রেজিষ্ট্রী অফিসের অসাধু কর্মচারীদের সহযোগিতায় গ্রেফতার তুহিনসহ তার পরিবারের সদস্যদের সাক্ষর জাল করে ২ টি আমমোক্তারনামা দলিল রেজিস্ট্রি করে ১৮৭ শতাংশ জমি জবরদখল ও আত্মসাৎ করার চেষ্টা করে। জাল আমমোক্তারকৃত ১৮৭ শতাংশ জমি থেকে এই প্রতারক সুমন তার স্ত্রী শ্রাবনী রানীর বরাবরে ৪১ ও তার বাবা নিখিল চন্দ্র দাসকে ২৭শতাংশ জমি বিক্রি দেখিয়ে বেআইনিভাবে জমির শ্রেণী পরিবর্তন দিয়ে ২ টি সাফ কবলা দলিল রেজিষ্ট্রী করে দেয়। পাশাপাশি সুমন কথিত সৈরাচারী আওয়ামী দোসরদের নামে বিভিন্ন দলিল রেজিষ্ট্রী করে দেয়। এ বিষয়ে পরিত্রাণ পেতে গাজীপুরের সিনিয়র সহকারী জজ আদালতে ২ টি জাল আমমোক্তারনামা দলিল বাতিলের লক্ষ্যে ৩৭৪/১৬ ও ২৮৭/১৮ নং দেওয়ানী এবং প্রতারণা, জাল জালিয়াতি ও অর্থ আত্মসাতের অপরাধে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৮৩/২০২৩ নং সিআর মামলা দায়ের করে ভুক্তভোগী। বর্তমানে এই জমি নিয়ে ৩ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ইতোমধ্যে সুমনসহ ভূমিদস্যু চক্রের সদস্যরা গ্রেফতার তুহিনসহ তার পরিবারকে উচ্ছেদ করতে বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সামনের সব গাছ কেটে ফেলে।
৫ আগস্টের পর সুমন রূপ পরিবর্তন করে বিএনপির সঙ্গে মিশে সব মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত ভয়ভীতি ও খুন জখমের হুমকি ধামকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রেফতার তুহিনকে বাসন থানার মামলার দায় হতে অব্যাহতি (খালাস) প্রদানের সুব্যবস্থাসহ ন্যায় বিচারের স্বার্থে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ভূমিদস্যু চক্রের সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন।