Logo
Logo
×

সারাদেশ

যশোরে প্রতিবন্ধী যুবকের হামলায় ডিসির দুই কর্মচারী আহত

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:২২ পিএম

যশোরে প্রতিবন্ধী যুবকের হামলায় ডিসির দুই কর্মচারী আহত

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে যাওয়া এক প্রতিবন্ধী যুবকের হামলায় দুই কর্মচারী আহত হয়েছেন। পরে প্রতিবন্ধী যুবকের পক্ষ নিয়ে স্কুল ও কলেজপড়ুয়া একদল শিক্ষার্থী হামলা চালিয়েছে।

এ সময় অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে আটকে রাখে ডিসি অফিসের কর্মচারীরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে মুচলেকায় ওই শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত স্কুল ও কলেজ শিক্ষার্থীরা ঘটনার সময় ক্লাশ ফাঁকি দিয়ে ডিসি অফিস চত্বরে আড্ডা দেওয়ার সময় হামলায় অংশ নেয়।

আহত ওই দুই কর্মচারী হলেন- অফিস সহকারী বাবুল আক্তার ও আবু হাসান। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি হয়। আজ গণশুনানিতে প্রায় ২-৩ শতাধিক মানুষ উপস্থিত হন। একজন প্রতিবন্ধী পরিচয়ে সেবা নিতে আসেন। কর্মচারীদের দাবি ওই লোকটি নিয়মিত আসেন সুবিধা নিতে। তারা তাকে চিনেন। লোকটি রুমে ঢুকতে চাইলে তাকে অপেক্ষা করতে বলেন। এতে সে উত্তেজিত হয়ে ওই কর্মচারীকে ক্র্যাচ দিয়ে মারপিট করে। একপর্যায়ে সেখানে থাকা শিক্ষার্থীরা প্রতিবন্ধী লোকটির পক্ষ নিয়ে হামলা চালায়। কর্মচারীদের হাতে আটক ৫ শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকদের জানানো হয়েছে, তাদের সন্তানেরা ক্লাশ ফাঁকি দিয়ে এখানে ছিল। তখন তো এখানে থাকার কথা না। সেটি তারা জানে কিনা।

জানা যায়, বুধবার দুপুরে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বাসিন্দা প্রতিবন্ধী মনিরুল ইসলাম (৪৫) ক্র্যাচে ভর দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কক্ষের সামনে যান। সেখানে অফিস সহকারীর কক্ষে গিয়ে প্রতিবন্ধী কার্ড পাওয়ার বিষয়ে জানতে চান। তখন অফিস সহকারী জানান, এখানে কার্ড দেওয়া হয় না। কার্ড পেতে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে। তখন বিরক্ত হয়ে মনিরুল ইসলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে গালিগালাজ শুরু করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকের অফিস সহকারীরা তাকে গালাগালি করতে নিষেধ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তখন প্রতিবন্ধী মনিরুল তার হাতে থাকা ক্র্যাচ দিয়ে বাবুল আক্তার নামে  অফিস সহকারীর মাথায় আঘাত করে। এরপর আরেক অফিস সহকারী বাবুল আক্তারকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর ও হাতে কামড় দেয়। 

একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আড্ডা দেওয়া ১০ থেকে ১৫ শিক্ষার্থীরা প্রতিবন্ধীর পক্ষে নিয়ে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। তখন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়ান। এরপর কয়েকজন বাঁশ দিয়ে জেলা প্রশাসকের নেজারত শাখায় হামলা করে ও ভাঙচুরের চেষ্টা করে। এ সময় কর্মচারীরা পাঁচ শিক্ষার্থীকে নেজারত শাখায় আটকে রাখেন। পরে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থী ও কর্মচারীদের গোলযোগের এক ফাঁকে প্রতিবন্ধী ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ত্যাগ করেন বলেন স্থানীয়রা জানান।

আটক হওয়া পাঁচ শিক্ষার্থী জানান, আমরা ডিসি অফিস চত্বরে বসে ছিলাম। দেখি অসহায় প্রতিবন্ধী একটা মানুষকে মারধর করছে কিছু লোক। এসে শুনি তারা জেলা প্রশাসকের কর্মচারী। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রতিবন্ধীর দোষ ছিল কিনা সেটা জানি না। তবে হামলা করা ভুল হয়েছে বলে তারা গণমাধ্যমের কাছে ভুল স্বীকার করেছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ওই ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে অভিযুক্তদের ক্ষমা করা হয়েছে। এজন্য মুচলেকা নিয়ে আটক পাঁচ শিক্ষার্থীকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম