ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল থেকে দীঘিনালার ইউপি চেয়ারম্যান গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়।
বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে মাহমুদা বেগমকে আটক করে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
