নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি ছিল: রেজাউল করিম
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল বলেছেন, নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে দীর্ঘদিন জিম্মি ছিল। নারায়ণগঞ্জ যুবদল ও বিএনপি পরিবার এত নির্যাতন সহ্য করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সবসময় সক্রিয় ছিল। এই তারুণ্যের সমাবেশেও আমরা পূর্বের মতো সর্বাত্মক সক্রিয় ভূমিকা রেখে সমাবেশে ঢেউ ওঠাতে চাই।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকার একটি রেস্টুরেন্টে আগামী ২৮ মে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল হক জিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠু প্রমুখ।
সভায় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল আরও বলেন, আমরা ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চাই। যারা মনে করছে বাংলাদেশের তরুণ ও যুব সমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ। তাদের দেখিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা যুবদল তারুণ্যের সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
