Logo
Logo
×

সারাদেশ

চাঁদা নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৭:০৪ পিএম

চাঁদা নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫

নাটোরের বড়াইগ্রামে আদালতের রায়ে পুনর্বহাল হওয়া মাদ্রাসা সুপারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অভিভাবক সমাবেশে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উভয়পক্ষের আহত ছাত্রদল কর্মীরা হলেন- তিরাইল গ্রামের শাকিল হোসেন (২৩), হৃদয় হোসেন (২৮), ইয়ামিন হোসেন (২৩), রিয়াদ হোসেন (২২) ও ইয়াছিন আরাফাত আকিব (২৩)। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি মাদ্রাসার চাকরিচ্যুত সুপার মাওলানা আবুল হোসাইন সাঈদী আদালতের রায় পেয়ে পুনরায় যোগদান করেন; কিন্তু মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল মাদ্রাসায় আসতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান।

এদিকে বৃহস্পতিবার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলাকালে শিমুল ও তার অনুসারীরা মাদ্রাসায় গিয়ে সুপারের মাদ্রাসায় আসার প্রতিবাদ করেন এবং তাকে দাওয়াত না দেওয়ায় অভিভাবক সমাবেশ বন্ধ করে দেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও তার অনুসারীরা তাদের বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে পাঁচজন আহত হন।

এ ব্যাপারে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বলেন, দীর্ঘদিন মামলা চালানোর কারণে মাদ্রাসার ১০-১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি সেই টাকা দিয়ে সুপারকে মাদ্রাসায় আসতে বলেছি। আমি নিজের জন্য কোনো চাঁদা চাইনি।

মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসাইন বলেন, আদালতের রায় পেয়ে আমি মাদ্রাসায় যাচ্ছি; কিন্তু শিমুল আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছে। অন্যথায় মাদ্রাসায় যেতে নিষেধ করেছে। আজ তারাই মাদ্রাসায় এসে অভিভাবক সমাবেশে ঝামেলা করেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম