Logo
Logo
×

সারাদেশ

ঝুট নিয়ে বিএনপির দুগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৪:২৩ পিএম

ঝুট নিয়ে বিএনপির দুগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

ছবি: যুগান্তর

গাজীপুরের টঙ্গীতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরা স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুট ইস্যুতে হওয়া ঘটনায় জড়িত গাসিক ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কাজীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

হুমায়ুন কাজী বলেন, ‘স্যাটার্ন কারখানার সঙ্গে আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের চুক্তি হয়েছে। গত ১০ আগষ্ট থেকে কারখানাটির ওয়েস্টেজ আমরা নিচ্ছি। কিন্তু কিছু দিন যাবৎ স্বেচ্ছাসেবক দলের  একাংশের ক্যাডাররা আমাদের হুমকি দিয়ে আসছে। শুক্রবার সকালে সন্ত্রাসী আল-মামুন, কাজী মঞ্জু, কাজী মামুন, তুহিন, দিপু সরকার, আদনান, বশির উদ্দিনসহ প্রায় ১৫০ থেকে ২০০ সন্ত্রাসী কারখানার গেটে এসে গালমন্দ করে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীরা কারখানার লোকজনকে মারধর করতে উদ্যত হয়। গেটে ধাক্কাধাক্কি করে। এ সময় আমাদের লোকজন তাদেরকে ধাওয়া দেয়।’

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গী ঝুট ব্যবসা বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম