Logo
Logo
×

সারাদেশ

রিকশাচালকের হাতে তারেক রহমানের বিমান টিকিট

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:৪৭ পিএম

রিকশাচালকের হাতে তারেক রহমানের বিমান টিকিট

তারেক রহমানের দেওয়া বিমান টিকেট তুলে দিচ্ছেন নেতাকর্মীরা, ছবি: যুগান্তর

পরিশ্রমের টাকা দিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠানোর চেষ্টায় ছিলেন সিলেটের রিকশাচালক রফিকুল ইসলাম। ভিসার ব্যবস্থাও করেন তিনি; কিন্তু ভিসার মেয়াদ শেষ হতে চললেও বিমানের টিকিট কিনতে পারেননি। বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।

শুক্রবার রফিকুল ইসলামের হাতে তারেক রহমানের পক্ষ থেকে বিমানের টিকিট তুলে দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজমুদার, আব্দুল ওয়াহিদ সুহেল, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়ের বাসিত তপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার, দেওয়ান জাকির, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, মোগলবাজার থানা বিএনপির আহ্বায়ক আব্দুল হাসনাত, মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল করিম তুহিন, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রণি পাল, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক ইমরান আলী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল প্রমুখ।

সিলেট রিকশাচালক তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম