Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার তেলের কারখানায় ২ লাখ টাকা জরিমানা

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:০৯ পিএম

বিএনপি নেতার তেলের কারখানায় ২ লাখ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতার নকল সয়াবিন তেলের কারখানায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গরা বাজারে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন এবং জামাল হোসেনের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অসংখ্য নকল মোড়কের স্টিকার, ১৪শ খালি বোতল জব্দ এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ওই কারখানায় একবার অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তাছাড়া ওই বিএনপি নেতার হেফাজত থেকে একাধিকবার চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাতে বাঙ্গরা বাজারের অসাধু ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন এবং জামাল হোসেনের নকল সয়াবিন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় বিভিন্ন কোম্পানির মোড়কে খোলা এবং নকল সয়াবিন বোতলজাত করে বিক্রি করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান বলেন, বাঙ্গরা বাজারে দীর্ঘদিন যাবত অবৈধভাবে প্রতারণা করে খোলা তেল বোতলজাত করে ভিন্ন ভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত করে আসছিল জাহাঙ্গীর এবং জামালের অবৈধ কারখানা। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরের ছেলে ওমর ফারুককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধ এ কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। 

তিনি বলেন, এর আগেও ওই কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগর কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম