Logo
Logo
×

সারাদেশ

সাবেক নৌ-প্রতিমন্ত্রীসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৫:৫৭ এএম

সাবেক নৌ-প্রতিমন্ত্রীসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের বিরলে সাবেক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে প্রধান আসামি করে ১৫৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিরল থানায় মামলাটি করেন উপজেলার বিজোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে সংসদ নির্বাচনে বিজোড়া ইউনিয়নের ভবানীপুর (বানিয়াপাড়া) মোড়ে বিএনপির অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে হামলা হয়। সেখানে বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এই কাজে হুকুমদাতাদের বিরুদ্ধে হামলা ও তাণ্ডবের অভিযোগে মামলাটি করা হয়েছে। সেদিন বিভিন্ন নেতাকর্মীদের লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করা হয়।

দিনাজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম