কচুয়ার কালা মানিকের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:৩২ এএম
চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর গ্রামের কাজী দিঘির দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির বাসিন্দা মিজানুর রহমান কালা মানিক নামে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গবাদিপশু গরুটির শরীরের বেশিরভাগ অংশ কুচকুচে কালো। তাই তো মালিক ষাঁড় গরুটির নাম দিয়েছে কালা মানিক। প্রায় ৮০০ কেজি ওজনের গরুটির দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা।
আসন্ন কুরবানি উপলক্ষে গরুটিকে তৈরি করেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার
পাথৈর গ্রামের কাজী দিঘির দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির বাসিন্দা মিজানুর রহমান। প্রায় চার
বছর ধরে লালন পালন করে আসছেন এ কালা মানিককে।
মিজানুর বলেন, প্রায় চার বছর ধরে দেশীয় প্রজাতির ঘাস ও ফল-ফলাদি দিয়ে
কালা মানিককে খাওয়ানো হয়েছে। আদর করে কালা প্রাণিটিকে লালন-পালন করছি। দিনরাত পরিচর্যাসহ
দেখাশোনা করছি। কোনো প্রকার ওষুধ ছাড়াই ষাঁড়টিকে খেতে দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন বলেন, ‘এ উপজেলার
সবচেয়ে বড় ষাঁড় কালা মানিক। প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা করেছে। আশা
করছি, কুরবানির পশুর হাটে কালা মানিক ভালো দামে বিক্রি হবে।
