Logo
Logo
×

সারাদেশ

মামার বাড়িতে যাওয়া হলো না শিশু সাফওয়া‌নের

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:২১ এএম

মামার বাড়িতে যাওয়া হলো না শিশু সাফওয়া‌নের

ট্রাকচাপায় মারা যাওয়া শিশু সাফওয়ান। ছবি : সংগৃহীত

বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাচ্ছিল পাঁচ বছর বয়সি শিশু সাফওয়ান। ব্যাটারিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন তারা। কোনো প্রকার বিপত্তি ছাড়াই পৌঁছে গন্তব্যে। অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিল বাবা। এর মধ্যে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় সাফওয়ান। তখন দ্রুতগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সখীপুরের পৌর শহরের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সাফওয়ান বাবা-মায়ের সঙ্গে অটোরিকশাযোগে তার মামার বাড়িতে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে তার বাবা ভাড়া দেওয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় সাফওয়ান।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সখীপুর সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম