যমুনায় ঝড়ে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৩:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নিখোঁজের চারদিন পর এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে বড়খাল ফুটানী বাজার এলাকার যমুনা নদীতে লাশটি
ভেসে উঠে। স্থানীয় ঘাটের মাঝিরা দেখতে পেয়ে লাশটি উদ্ধার করে।
নিহত মাঝি সুনীল (২২) দেওয়ানগঞ্জের হালকারচর ফুটানি বাজারের সুরিন্দা
মোহন দাসের ছেলে।
গত ১৯ মে দেওয়ানগঞ্জ ফুটানী বাজার ঘাট থেকে গাইবান্ধা বালাসী ঘাটের উদ্দেশ্যে
শিশু নারীসহ বেশ কিছু যাত্রী নিয়ে নৌকা ছাড়ে মাঝি সুনীল। কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড ঝড়ো বাতাস ও বজ্রপাত
শুরু হয়। প্রচণ্ড বাতাসে নদী থেকে নৌকাটি নদীর ধারে এসে আটকে যায়। নৌকাটি ছাড়ার জন্য
প্রস্তুতি নেওয়ার সময় নৌকার মাঝির ওপর নদীর পাড় ভেঙে পড়ে। ঘটনাস্থলে নিখোঁজ হন মাঝি
সুনীল। জীবন বাঁচাতে নৌকার যাত্রীরা ডাকচিৎকার শুরু করলে নদীর ধারের স্থানীয় লোকজন
তাদের উদ্ধার করেন।
ঘটনার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে
পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল দুদিন উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান
মেলেনি।
মাঝি সুমনের মা বিষাখা বলেন, ‘আমার একমাত্র উপার্জনক্ষম পোলা মাটি চাপায়
মরে গেল। এখন আমরা কি করে খামু। আমাগো আর কিছুই রইল না।’
দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘মাঝির পরিবারকে
আর্থিক সহযোগিতা করা হয়েছে। আরও সহযোগিতা করা হবে।’
