Logo
Logo
×

সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৫:১৪ পিএম

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়িতে পুকুরে ডুবে আবিদ ও লাবিব নামে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শনিবার দুপুরে উপজেলার বৈরি হরিনমারী গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো- পলাশবাড়ি উপজেলার বৈরি হরিনমারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৬) ও আজিজ মিয়ার ছেলে লাবিব। 

স্থানীয়রা জানায়, শফিকুল দুপুরে তার জমিতে কাজ করছিলেন। জমির পাশে পুকুর পাড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। হঠাৎ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের ভাসমান লাশ দেখা যায়। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। 

পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যেহেতু পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং পরিবার তাদের লাশ উদ্ধার করেছে। তাই এটা আমাদের আওতাভুক্ত নয়। 

পুকুরে শিশু পলাশবাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম