Logo
Logo
×

সারাদেশ

মির্জাপুর কলেজে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৭:৪৪ পিএম

মির্জাপুর কলেজে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সহকারী অধ্যাপক এ.কে.এম. জাহিদ সরোয়ার, মো. আব্দুল বারী, এ. কে. সায়েম, আজমেরী বেগম, মো. জাহিদুল ইসলাম, মো. শাহজালাল, সিহানুর বাশার সুজন প্রমুখ।

প্রভাষক জাহানারা সরকার নদী, একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন ও ইমতিয়াজের উপস্থাপনায় আলোচনা শেষে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রভাষক জাহানারা সরকার নদী শিক্ষার্থী নিহা, মরিয়ম, সানজিদা  এবং সংগীত পরিবেশন করেন প্রভাষক বেনজির সুলতানা, উম্মে রুপা, সাব্বির আহমেদ, শিক্ষার্থী সানজিদা।  

এছাড়াও অনুষ্ঠানে দলীয় সংগীতে অংশ নেন প্রভাষক বেনজির সুলতানা, উম্মে রুপা, মো. হাবিবুল্লাহ, তৌহিদা আবেদীন, অঞ্জলি দাস, সাব্বির আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

গাজীপুর মির্জাপুর কলেজ কাজী নজরুল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম