প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুর জেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীসহ ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৪ মে) বিকালে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান, সহসম্পাদক জাকিরুল ইসলাম, ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম। ঘোড়াঘাট উপজেলার ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দিলজার রহমান, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ৬নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ মন্ডল, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী। নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস ছগির, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. কামরুজ্জামানসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলার ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, দিনাজপুর জেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
