শিশুকে হত্যা করে মায়ের কাছে স্বীকার ছেলের
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০২:৩১ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হোসাইন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়ির পরিত্যক্ত জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরিয়ান (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
হোসাইন ওই ইউনিয়নের ডুলিহাটা গ্রামের মো. জুয়েলের ছেলে। সে আড়িয়ল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
জানা গেছে, শুক্রবার বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয় হোসাইন।
রাতে সে আর বাসায় ফিরেনি। পরে হোসাইনের পরিবার জানতে পারে, প্রতিবেশী মানিকের ছেলে
আরিয়ানের সঙ্গে সাইকেল দিয়ে ঘুরতে গেছে সে।
বিষয়টি আরিয়ানের মা নাসরিন বেগমকে জানালে তিনি তার ছেলেকে জিজ্ঞাসা
করে। পরে আরিয়ান তার মায়ের কাছে হত্যার কথা স্বীকার করেন। বিষয়টি হোসাইনের পরিবারকে
জানায় আরিয়ানের মা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
টঙ্গীবাড়ি থানা ওসি মো. মুহিদুল ইসলাম বলেন, হত্যাকারীর দেওয়া তথ্যের
উপর ভিত্তি করে ঘটনাস্থল থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পোঠানো হয়েছে।
