Logo
Logo
×

সারাদেশ

গোলাগুলিতে ডাকাত রিপন নিহত

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৬:০৪ পিএম

গোলাগুলিতে ডাকাত রিপন নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গোলাগুলিতে ১১ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত আনোয়ার হোসেন রিপন নিহত হয়েছেন।

শনিবার রাতে গোলাগুলির ঘটনায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহত ডাকাত আনোয়ার হোসেন রিপন (৫৫) মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামের মতি সরদারের ছেলে। 

জানা গেছে, শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী বামনা উপজেলার হোগলপাতি গ্রামে আফজাল মাস্টারের বাড়িতে তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ওসি হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে।

পরে পুলিশ ও ডাকাত দলের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় ডাকাত রিপন গুলিবিদ্ধ হন; অন্যরা পালিয়ে যান। রাতেই তাকে উদ্ধার করে প্রথমে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি ঘটলে বরগুনা জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ডাকাত রিপন মারা যান।

এ ঘটনায় বামনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।

পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম