Logo
Logo
×

সারাদেশ

সিরাজদিখানে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৮:৫৬ পিএম

সিরাজদিখানে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার বেলা ১১টায় অফিস চত্বর থেকে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে ভূমি অফিস কার‌্যালয়ে ভূমির মালিক ও সেবা গ্রহীতাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলার ১৪টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ভূমির মালিকরা।

র‌্যালি থেকে জনসচেনতামূলক ভূমিসেবার বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম