বাল্য স্মৃতিবিজড়িত ত্রিশালে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসব
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৯:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহ ত্রিশালের দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
জাতীয় কবির শৈশব স্মৃতিবিজড়িত দরিরামপুর হাইস্কুল (বর্তমান সরকারি নজরুল একাডেমি) মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিকাল ৩টায় নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মাহবুবুর রহমান লিটন।
অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এবং কবি ও নজরুল গবেষক মাহমুদুল হাসান নিজামী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অপরদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোববার বেলা সোয়া ১১টায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড সদস্য মো. জেহাদ উদ্দিন।
অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য নজরুল র্যালি ত্রিশালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী নজরুল মেলা বসেছে।
