Logo
Logo
×

সারাদেশ

সদরপুর থানা থেকে লুট হওয়া শটগান ১০ মাস পর উদ্ধার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৯:৫৯ পিএম

সদরপুর থানা থেকে লুট হওয়া শটগান ১০ মাস পর উদ্ধার

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া শটগান ১০ মাস পর উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে এ কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

এর আগে শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার একটি এনজিও অফিসের গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় গ্রেফতার করে পুলিশ। তাদের দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার একটি এনজিও অফিসের গেটের পাশ থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা থানায় হামলা ও অগ্নিসংযোগ করে বেশ কিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এ মামলার আসামি রাতুল ও আনিস নামে দুজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শটগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্র যদি কোথাও কেউ ফেলে রাখে আমাদের ফোন বা জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম