Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন যোগ দিলেন ছাত্রদলে

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১০:৪৯ পিএম

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন যোগ দিলেন ছাত্রদলে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটিতে থাকা ৫ জন ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নতুনবাজার বিএনপির দলীয় কার্যালয়ে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের নবগঠিত নেতারা।

ছাত্রদলে যোগ দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচজন হলেন-জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

উৎসবমুখর পরিবেশে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম, নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি প্রমুখ।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় জানান, জাতীয়তাবাদী আদর্শ লালন করে তারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় কর্মী ছিলেন। আমরা তাদের ছাত্রদলে ফুলের মালা দিয়ে বরণ করে স্বাগত জানিয়েছি।

সংগঠনের পাঁচ নেতার ছাত্রদলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক অলি উল্লাহ বলেন, ওই ৫ জনের ছাত্রদলে যোগ দেওয়ার বিষয়টি আমার জানা নেই। সংগঠন ছেড়ে কেউ চলে গেলে তা জোর করে আমাদের প্ল্যাটফর্মে আটকে রাখা সম্ভব নয়।

ছাত্রদলে যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম বলেন, তিনি আগে থেকেই জাতীয়তাবাদী আদর্শ লালন করেন এবং জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি; কিন্তু তার অনিচ্ছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পদায়ন করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন। ভবিষ্যতেও জাতীয়তাবাদী আদর্শে তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে চাই।

ময়মনসিংহ ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম