বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোটভাই মির্জা ফয়সল আমিনের নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার সহিদুল ইসলাম ও টাঙ্গাইলের দিঘুলিয়া উপজেলার হায়দার রহমান।
ঠাকুরগাঁও পুলিশ জানায়, রোববার পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত হায়দার রহমানের তিন এবং সহিদুল ইসলামের দুদিন মঞ্জুর করেন।
এর আগে পুলিশ পৃথক দুটি অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
আরও পড়ুন: সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে: হাসনাত
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে নূর এ শাহাদৎ স্বজন ও তার ভাই ফয়সল আমিনের পক্ষ থেকে সাইফুল ইসলাম সবুজ প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও থানায় দুটি মামলা করেন। দুটি মামলাই দায়ের করা হয় যথাক্রমে ২৫ মে ও ২১ মে।
অভিযোগপত্রে বলা হয়, গত ১৭ মে রাত সাড়ে ৮টার দিকে বাদী জানতে পারেন যে ‘জয় খান’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট (হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭০৪-৫৫৩০৫৫) এবং মো. শাকিল আহমেদ নামে এক ব্যক্তি মির্জা ফখরুলের নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করেছেন। ওই আইডি থেকে নিজেদের মির্জা ফখরুল পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিএনপির গুরুত্বপূর্ণ পদ ও জাতীয় নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করা হচ্ছিল।
পুলিশ বলছে, অভিযুক্তরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার স্পেসে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।
ঠাকুরগাঁও থানার ওসি সারোয়ার আলম খান বলেন, আটক দুই ব্যক্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোটভাই ঠাকুরগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ছবি ও নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
