Logo
Logo
×

সারাদেশ

মহম্মদপুরে ডরমেটরি থেকে সমাজকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

মহম্মদপুরে ডরমেটরি থেকে সমাজকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত পাপিয়া দত্ত

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ডরমেটরি (মহিলা) কোয়াটার থেকে এক সমাজসেবা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে মহম্মদপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করেন।

নিহত পাপিয়া দত্ত (৩৬) মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসের শিশু সুরক্ষা প্রকল্পের একজন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রমোটে বসবাসরত আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক স্বপ্না দত্ত জানান, তিনি রাতে পাপিয়াকে একটি কাগজ দেওয়ার জন্য ভবনের দ্বিতীয়তলা থেকে নিচতলায় আসেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করতে থাকে। ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ার পর দরজা জোরে জোরে থাবা দিলে হঠাৎ দরজা খুলে যায়। তখন তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে তিনি তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। সেই সময় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

তিনি জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে। পাপিয়া দত্ত একাই একটি কক্ষে থাকতেন। তার স্বামী মিঠুন ধর পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে খুলনায় কর্মরত আছেন। তাদের একমাত্র মেয়ে লেখাপড়ার জন্য সেখানে বাবার সঙ্গেই থাকেন। মৃত্যুটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব বলেন, পাপিয়া দত্ত একজন পরিশ্রমী সমাজকর্মী ছিলেন। তিনি একটি রুমে একাই থাকতেন। তবে তিনি কেন মারা গেলেন তার সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি।  

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, খবর পেয়ে উপজেলা পরিষদের ডরমেটরি মহিলা কোয়ার্টার থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। 

লাশ উদ্ধার মহম্মদপুর সমাজকর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম