Logo
Logo
×

সারাদেশ

পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতেনাতে আটক প্রবাসীর স্ত্রী

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৭:১৯ পিএম

পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতেনাতে আটক প্রবাসীর স্ত্রী

প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নে পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতেনাতে আটক হলেন এক প্রবাসীর স্ত্রী। রোববার রাত ১১টায় প্রবাসীর বসতঘর থেকে তাদের আটক করেন স্থানীয়রা। 

প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী। আর পরকীয়া প্রেমিক একই এলাকার পণ্ডিত বাড়ির আব্দুস সোবহানের ছেলে বিল্লাল।

প্রবাসীর স্ত্রী বলেন, কোনো সম্পর্ক নেই। বিল্লাল হঠাৎ ঘরে প্রবেশ করে তার গায়ে হাত দেয়। লজ্জায় চিৎকার দেননি বলে জানান তিনি।

পরকীয়া প্রেমিক বিল্লাল হোসেন বলেন, এক সপ্তাহ ধরে চলছে তাদের সম্পর্ক। প্রবাসীর স্ত্রী ওষুধ আনতে বলেন। ওষুধ দিতে এলে রুমে ডাকেন। পরে লোকজন এসে তাদের আটক করেন।

স্থানীয় বাসিন্দা জিসান মজুমদার, রাসেদ ও শরিফ জানান, রাত ১১টায় একই খাটে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক যুগান্তরকে জানান, পরকীয়ায় জড়িত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম