Logo
Logo
×

সারাদেশ

অপশক্তি দূর করে সংস্কার চান শিক্ষা উপদেষ্টা

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৯:২৯ পিএম

অপশক্তি দূর করে সংস্কার চান শিক্ষা উপদেষ্টা

ঢাবি ভিসিকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, ছবি: যুগান্তর

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, অন্যায়-জালিমের বিরুদ্ধে নজরুলের লেখনি ছিল আজীবন। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। ন্যায়বিচার যেন প্রতিষ্ঠিত হয় আমাদের সে লক্ষ্যে কাজ করতে হবে। সব অপশক্তিকে দূর করে আমাদের সংস্কার সাধন করতে হবে। 

সোমবার বিকালে নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পদক প্রদান উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা। অনুষ্ঠানে দুই ব্যক্তিকে নজরুল সম্মাননা প্রদান করা হয়। 

তারা হলেন- নজরুল গবেষক অধ্যাপক ড. রশিদুন নবী ও নজরুল সংগীত শিল্পী মো. ইয়াকুব আলী খান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ত্রিশাল সংস্কার শিক্ষা উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম